বাঞ্ছারামপুর প্রতিনিধি
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে বাঞ্ছারামপুর উপজেলা মিলনায়তনে এমরানুল হক (আশেক এমরান) এর সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি কাদের মনসুর, ( সভাপতি) টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমীন শাহীন, সভাপতি, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া।শ্যামাপ্রসাদ চক্রবর্তী, (সভাপতি) নবীনগর প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া।
শপথগ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি মোল্লা মো. নাছির আহমেদ, সাধারণ সম্পাদক শামীম শিবলী, সিনিয়র সহ-সভাপতি এমরানুল হক (আশেক এমরান), সহ-সভাপতি ফয়সাল আহমেদ খান, সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রিফাত, কোষাধ্যক্ষ নবাব আগা শামীম, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক সাদ্দাম হোসেন, সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলীপ কুমার সূত্রধর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাইল আহমেদ, এবং কার্যনির্বাহী সদস্য পলাশ মিয়া, আলাউদ্দিন সাদী।