স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গত ২৩ নভেম্বর শনিবার দিবাগত রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাস এর দর্শন বিভাগের পূর্ণমিলনীর উৎসব উপলক্ষে আয়োজিত এক কনসার্টে শহরের মালগ্রাম চাপরপাড়া (আদর্শপাড়া) এলাকার রাজমিস্ত্রী রফিকুল ইসলামের একমাত্র ছেলে মেহেদী হাসান (২৬) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা দায়ের করা হয়। সেই সূত্র ধরে উক্ত মামলার ১নং আসামী বগুড়া সদর থানার জহুরুল নগর এলাকার মুঞ্জুর ইসলাম ডিউয়ের ছেলে রকি’কে (২১) শিবগঞ্জ থানার বিহারহাট এলাকা থেকে ২৫ নভেম্বর সোমবার ভোরে সদর থানা পুলিশের বিশেষ টিম গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পূর্ণমিলনীর অনুষ্ঠান ছিল। উক্ত নিহত মেহেদী শহরের মালগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন। সরকারি আজিজুল হক কলেজের পূর্ণমিলনী উপলক্ষে ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করে শিক্ষার্থীরা। উক্ত কনসার্টকে কেন্দ্র করে কলেজ এলাকায় প্রচুর নারী-পুরুষের সমাগম ঘটে। এরই মধ্যে সেখানে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
এবিষয়ে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে, ওই দিন রাতে আজিজুল হক কলেজে কনসার্ট চলছিল। রাতে সেখানে নিহত মেহেদী এবং গ্রেফতারকৃত রকি ও তার দলবলের সাথে পায়ে পা লাগার কারণে তাদের ভিতরে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে মেহেদী হাসানকে ছুরিকাঘাত করে রকি ও তার দলবল। পড়ে মেহেদীকে স্থানীয়রা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। গ্রেফতারকৃত রকিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার সাথে আরও অনেকেই জড়িত রয়েছে খুব শিগগিরই জড়িতদেরকে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।