জাকিউল ইসলাম
জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের মাখনের চরে জোরপূ্র্বক জমি দখল করায় আওয়ামী লীগ এর নেতা আমির হোসেন এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জমির মালিক মৃত শামসুল হকের ওয়ারিশ গন।
সংবাদ সম্মেলনে মৃত্যু শামসুল হকের ছেলে শেখ ফরিদ বলেন,আমার বাপের নামে রেকর্ডভূক্ত এক একর আটাশ শতাংশ জমি যা আমির হোসেন দখল করে আছে, আমরা আমাদের জমিতে যাইতে চাইলে আমির হোসেন তার লোক জন নিয়ে আমাদের মারধোর করার জন্য আশে এবং জীবন নাশের হুমকি দেয়। যার কারনে কাগজ পত্র ঠিক থাকার পরেও আমরা জমির দখলে যাইতে পারছি না। তাই আমরা আপনাদের মাধ্যমে অন্তরবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি করছি যেন আমাদের জমি গুলো আমাদের ফিরিয়ে দেন।
আরেক ছেলে আব্দুস সালাম বলেন,বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন আওয়ামীলীগের ক্ষমতা দেখিয়ে আমাদের জমি দখল করে রেখেছে।আমরা নিরুপায় হয়ে আজ মিডিয়ার মাধ্যমে দেশ বাসির কাছে এর বিচার দাবী করছি।
ভুক্তভোগীরা জানায় আমাদের ১ একর ২৮ শতাং জমি আমির হোসেন দীর্ঘ সময় ধরে ভোগ দখল করে আসছে, আমরা আমাদের জমি ফেরত চায়।