দিনাজপুর(কাহারোল) প্রতিনিধিঃ রশিদুল ইসলাম
দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেনীর শিক্ষার্থীদের সাথে ক্লাসে বাল্যবিবাহ কুফল সম্পর্কে এবং জীবনমান উন্নয়নে মতবিনিময় করেন.কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন.
২৫ নভেম্বর দুপুর ১ টা ৩০ মিনিটে কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলামের অনুমতি ক্রমে ওসি রুহুল আমিন উপজেলার আইন শৃংখলার যেন অবনতি না হয় তারোই ধারাবাহিকতায় সুচিন্তায় স্ব উদ্দ্যোগে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন।
ওসি বলেন তোমরা আগামীর ভবিষ্যতে দেশ পরিচালনার কারিগর হবে তাই এখন থেকে মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে তোমরা জীবনমান উন্নয়নের শিক্ষায় শিক্ষিত হলে আগামী প্রজন্ম উন্নত হবে। সমাজ সংসার দেশ উন্নতমানে এগিয়ে যাবে বলে মনে করি। তোমরাই হবে সুন্দর দেশ করার কারিগর।