জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে দুই শিশুর খেলাকে কেন্দ্র করে জাকারিয়া (২৫) নামের এক কলেজ ছাত্রকে মাথায় পাথর দিয়ে গুরুতর আহত মামলার বাদীকে মামলা তুলে না নেয়ায় তাকে প্রতিহত করতে পাল্টা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন আসামী পক্ষ বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ৮ অক্টোবর দুপক্ষের প্রতিহিংসার এ ঘটনাটি ঘটেছে উপজেলার পারুইল গ্রামে। দুপক্ষের মামলার প্রেক্ষিতে গত রবিবার বিকেলে সরে জমিনে গিয়ে জানা যায়,গত ৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে ঐ গ্রামে দুই শিশুর খেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটলে রাতে জাকারিয়ার পিতা আব্দুল আলিম বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা করলে রাতেই পুলিশ শফিকুল নামের ১জনকে আটক করে পরদিন জেল হাজতে প্রেরণ করে।
কিছুদিন পর বিবাদী হাজত হতে জামিনে বেরিয়ে এসে মামলা প্রত্যাহারের জন্য বাদী কে মীমাংসার প্রস্তাব দেয়। বাদী এতে রাজি না হওয়ায় গত ২০ অক্টোবর সন্ধ্যায় মামলার বাদী আব্দুল আলীম কড়িয়া বাজারে যাওয়ার পথে বিবাদীগণ পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মামলা তুলে নেয়ার জন্য হুমকি প্রদান করেও ক্ষান্ত হয়নি।
অবশেষে বিবাদী মোছাঃ ফাজ কুরনী সম্প্রতি জয়পুরহাট কোর্টে একটি মিথ্যা মামলা দায়ের করে বাদিকে হয়রানি করছে। বিবাদী মোছাঃ ফাজ কুরনী মামলার এক নম্বর আসামি সাইদার ইসলাম জানান,ওই মিথ্যা মামলায় বাদির স্বামী জীবিত থাকা সত্ত্বেও তাকে মৃত দেখানো হয়েছে। আমাকে এক নম্বর আসামী করা হয়েছে। অথচ ঐদিন আমি ঘটনাস্থলে ছিলামই না। অসুস্থ থাকায় ডাক্তারের কাছে ছিলাম।
আসামি পক্ষের শহিদুল ইসলাম সাক্ষীরা বলেন,আমাদের সঙ্গে কথা না বলেই মামলায় সাক্ষী করা হয়েছে অথচ আমরা কিছুই জানিনা।
এ ব্যাপারে বিবাদী মোছাঃ ফাজ কুরনী বলেন, ঘটনাটি মীমাংসার জন্য প্রস্তাব দিয়ে ছিলাম তারা শুনেনি। উল্টো তারাই আমাকে নির্যাতন করেছে। তাই আমিও পাল্টা মামলা চালু করেছি।