মনে বড় সাধ ছিলো
তোমায় নিয়ে বাঁধবো ঘর,
তোমাকে কাছে পেলে
কবিতা শোনাবো রাতভর!
দেখাবো আমার ভিতর প্রবাহিত
সেই শ্বাশ্বতী নদী,
যে নদী কুল কুল ধ্বনিতে
বয়ে চলে আমার বুকের ভিতর নিরবধি!
দেখাবো তোমায় হাস্নাহেনার গন্ধে মাতাল রাত
কৃষ্ণ লীলা-লাস্যে হবে সিগ্ধ সকাল,
যে নিপুনতা শুধু কবিদের বুকে থাকে লুকানো
ভালো বাসার ছন্দে ছন্দে সারা রাত হবো নাকাল!
হলো না দেখানো তোমায় আমার
ভালোবাসার সেই হৃদয় বৃন্দাবন,
ভেবেছিলাম আমায় কাছে পেলে তুমি হবে
রবীন্দ্রনাথ জীবনানন্দ, আমি হবো লাবণ্য থেকে আপন!
তোমায় কাছে পাবো শব্দ ছন্দে মনে দেহে
চোখে চোখ রেখে তাকিয়ে থাকবো সারা রাত,
আজতক তোমার মনের পেলাম না নাগল
কোন বিশ্ব সুন্দরী বাজ পাখির ন্যায় নিয়ে গেলো, হলে আমার বে-হাত!
আমার আজীবনের আশাহত ইচ্ছার মৃত্যু হলো
বেঁচে থাকার সাধ আশা কল্পনা ছন্দ হারিয়ে গেলো!
ক্যাপশন ঃ
কবি দেবীকা রানী হালদার।
মনে বড় সাধ ছিলো
তোমায় নিয়ে বাঁধবো ঘর,
তোমাকে কাছে পেলে
কবিতা শোনাবো রাতভর!
দেখাবো আমার ভিতর প্রবাহিত
সেই শ্বাশ্বতী নদী,
যে নদী কুল কুল ধ্বনিতে
বয়ে চলে আমার বুকের ভিতর নিরবধি!
দেখাবো তোমায় হাস্নাহেনার গন্ধে মাতাল রাত
কৃষ্ণ লীলা-লাস্যে হবে সিগ্ধ সকাল,
যে নিপুনতা শুধু কবিদের বুকে থাকে লুকানো
ভালো বাসার ছন্দে ছন্দে সারা রাত হবো নাকাল!
হলো না দেখানো তোমায় আমার
ভালোবাসার সেই হৃদয় বৃন্দাবন,
ভেবেছিলাম আমায় কাছে পেলে তুমি হবে
রবীন্দ্রনাথ জীবনানন্দ, আমি হবো লাবণ্য থেকে আপন!
তোমায় কাছে পাবো শব্দ ছন্দে মনে দেহে
চোখে চোখ রেখে তাকিয়ে থাকবো সারা রাত,
আজতক তোমার মনের পেলাম না নাগল
কোন বিশ্ব সুন্দরী বাজ পাখির ন্যায় নিয়ে গেলো, হলে আমার বে-হাত!
আমার আজীবনের আশাহত ইচ্ছার মৃত্যু হলো
বেঁচে থাকার সাধ আশা কল্পনা ছন্দ হারিয়ে গেলো!
ক্যাপশন ঃ
কবি দেবীকা রানী হালদার।