ঢাকাSaturday , 16 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • কবিতা ঃ আশাহত ইচ্ছে কলমে ঃ দেবিকা রানী হালদার

    admin
    November 16, 2024 5:20 pm
    Link Copied!

    মনে বড় সাধ ছিলো
    তোমায় নিয়ে বাঁধবো ঘর,
    তোমাকে কাছে পেলে
    কবিতা শোনাবো রাতভর!

    দেখাবো আমার ভিতর প্রবাহিত
    সেই শ্বাশ্বতী নদী,
    যে নদী কুল কুল ধ্বনিতে
    বয়ে চলে আমার বুকের ভিতর নিরবধি!

    দেখাবো তোমায় হাস্নাহেনার গন্ধে মাতাল রাত
    কৃষ্ণ লীলা-লাস্যে হবে সিগ্ধ সকাল,
    যে নিপুনতা শুধু কবিদের বুকে থাকে লুকানো
    ভালো বাসার ছন্দে ছন্দে সারা রাত হবো নাকাল!

    হলো না দেখানো তোমায় আমার
    ভালোবাসার সেই হৃদয় বৃন্দাবন,
    ভেবেছিলাম আমায় কাছে পেলে তুমি হবে
    রবীন্দ্রনাথ জীবনানন্দ, আমি হবো লাবণ্য থেকে আপন!

    তোমায় কাছে পাবো শব্দ ছন্দে মনে দেহে
    চোখে চোখ রেখে তাকিয়ে থাকবো সারা রাত,
    আজতক তোমার মনের পেলাম না নাগল
    কোন বিশ্ব সুন্দরী বাজ পাখির ন্যায় নিয়ে গেলো, হলে আমার বে-হাত!

    আমার আজীবনের আশাহত ইচ্ছার মৃত্যু হলো
    বেঁচে থাকার সাধ আশা কল্পনা ছন্দ হারিয়ে গেলো!

    ক্যাপশন ঃ
    কবি দেবীকা রানী হালদার।

    মনে বড় সাধ ছিলো
    তোমায় নিয়ে বাঁধবো ঘর,
    তোমাকে কাছে পেলে
    কবিতা শোনাবো রাতভর!

    দেখাবো আমার ভিতর প্রবাহিত
    সেই শ্বাশ্বতী নদী,
    যে নদী কুল কুল ধ্বনিতে
    বয়ে চলে আমার বুকের ভিতর নিরবধি!

    দেখাবো তোমায় হাস্নাহেনার গন্ধে মাতাল রাত
    কৃষ্ণ লীলা-লাস্যে হবে সিগ্ধ সকাল,
    যে নিপুনতা শুধু কবিদের বুকে থাকে লুকানো
    ভালো বাসার ছন্দে ছন্দে সারা রাত হবো নাকাল!

    হলো না দেখানো তোমায় আমার
    ভালোবাসার সেই হৃদয় বৃন্দাবন,
    ভেবেছিলাম আমায় কাছে পেলে তুমি হবে
    রবীন্দ্রনাথ জীবনানন্দ, আমি হবো লাবণ্য থেকে আপন!

    তোমায় কাছে পাবো শব্দ ছন্দে মনে দেহে
    চোখে চোখ রেখে তাকিয়ে থাকবো সারা রাত,
    আজতক তোমার মনের পেলাম না নাগল
    কোন বিশ্ব সুন্দরী বাজ পাখির ন্যায় নিয়ে গেলো, হলে আমার বে-হাত!

    আমার আজীবনের আশাহত ইচ্ছার মৃত্যু হলো
    বেঁচে থাকার সাধ আশা কল্পনা ছন্দ হারিয়ে গেলো!

    ক্যাপশন ঃ
    কবি দেবীকা রানী হালদার।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST