দিনাজপুরনজেলা প্রতিনিধি:
রশিদুল ইসলাম
দিনাজপুরের কাহারোল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত ২ মুমূর্ষ অবস্থায় আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন একজন।
জানা যায় মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪) রাত সাড়ে ৯ টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সেনগ্রামের মুকুন্দ চন্দ্র রায়ের ছেলে বিপুল চন্দ্র রায় (১৬) কুসনতর গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে দ্বীপ চন্দ্র রায় (১৩) ও কাহারোল উপজেলার বাঘপুর গ্রামের আপোস চন্দ্র রায়ের ছেলে স্বপন চন্দ্র রায় (১৭) বীরগঞ্জ -পীরগঞ্জ রোডে ধনীগ্রাম বটতলা নামক স্থানে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই বিপুল চন্দ্র রায় ও নিরঞ্জন রায় নিহত হয়।
অপর স্বপন চন্দ্র রায় গুরুতর আহত হলে মূমুর্ষ অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
কাহারোল থানার এস আই মোঃ জাকারিয়া ঘটনা নিশ্চিত করে জানান, বেপরোয়া মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে কাহারোল থানায় একটি ইউ ডি মামলা রেকর্ড হয়েছে। মামলা নং ৩৩/ ১৩-১১-২০২৪ কাহারোল থানা।