মোঃ সাইফুল ইসলাম
জেলা প্রতিনিধি, মাদারীপুর#
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত জাতীয় যুব সংগঠন সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদারীপুর জেলার সহযোগিতায় জেলার ঐতিহ্যবাহী কলেজ মাদারীপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হলো জনসচেতনতা মূলক সেমিনার ও কলেজ আহ্বায়ক কমিটি ঘোষণা অনুষ্ঠান। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজ এর অধ্যক্ষ জনাব মোঃ লুৎফর রহমান খান,, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদারীপুর জেলার পরিদর্শক জনাব বিমল চন্দ্র বিশ্বাস ও বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক পরিচালক জনাব বিপ্লব শরিফ। সভাপতিত্বে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদারীপুর জেলার সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল কাদের ও সঞ্চালনায় ছিলেন সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার কেন্দ্রীয় প্রতিনিধি আজিজুল আরফান প্রিন্স। এছাড়াও জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আশ্রাফুল আলম, আহসানুল আলম স্বরন,রাজিব হাওলাদার, হাসান আহমেদ, রিপন চক্রবর্তী, সাকিব ফরাজি, স্বর্নালী খন্দকার, রিফাত হোসেন,শফিকুল ইসলাম, সালমা আক্তার,সৈকত হোসেন সহ কলেজ শাখার নবাগত সদস্যবৃন্দ। উক্ত আয়োজনে সকল অতিথি ও সদস্যবৃন্দ মাদকের বিরুদ্ধে সোচ্চার ও সজাগ থেকে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন ও স্লোগানে বলেন ছাত্র জনতা আওয়াজ তুলুন,, মাদককে না বলুন।