দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
রশিদুল ইসলাম
দিনাজপুরের কাহারোল উপজেলায় দস্যুতা মামলায় গ্রেফতার হয়েছেন ৫ নং সুন্দর পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক। সোমবার ( ১১ নভেম্বর ২০২৪) বিকেলে কাহারোল উপজেলার ৫ নং সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মানিককে গ্রেফতার করে থানা হেফাজতে নেয় কাহারোল থানা পুলিশ । মামলার বিবরণে জানা যায় দিনাজপুর জেলার কাহারোল উপজেলার পূর্ব সাদীপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মো. সাব্বির হোসেন তার দুই বন্ধু মেজবাহুল হক ও মোঃ রায়হান সহ গত ৭আগস্ট ২০২৪ রাত সাড়ে দশটায় কাহারোল বাজার হতে তেলেঙ্গি বাজার পৌঁছালে উল্লেখিত আসামিরা দস্যবৃত্তি করার জন্য তার ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল গতিরোধ করে তাদেরকে দেশীয় অস্ত্র দ্বারা এলোপাথারী আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে মোটরসাইকেলটি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় মো. সাব্বির হোসেন বাদী হয়ে সাবেক এমপি মনোরঞ্জনশীল গোপাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, ৬ নং ইউপি চেয়ারম্যান মো.আতাউর রহমান বাবুল, ৫ নং ইউপি চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন মানিক, ৩ নং ইউপি চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান লিমন, কাহারোল উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান সহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০/১৫০ জনের নামে একটি দস্যুতা মামলা দায়ের করেন।
কাহারোল থানা অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন নিশ্চিত করে বলেন দস্যুতা মামলায় ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মানিককে গ্রেফতার করা হয়েছে এবং মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে। যাহার মামলা নং কাহারোল থানা ০২ তাং-০৩-০৯-২০২৪