এম মনিরুজ্জামান, পাবনা : “তারেক রহমানের নির্দেশ,শান্ত রাখব বাংলাদেশ” স্লোগানে সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজের বিরুদ্ধে উপজেলা বিএনপির ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের আয়োজনে, উপজেলা গেট থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, পৌরসভার সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লার সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক আহবায়ক সিদ্দিকুর রহমান সিদ্দিক বিশ্বাসের সঞ্চালনায় পথসভায় বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক খাজা মুহিত উদ্দিন,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের আহবায়ক আব্দুল মান্নান মোল্লা, বিএনপির নেতা মজিবর রহমান খান, সাবেক কমিশনার আব্দুল বাতেন, হাফিজুর রহমান খোকন জোয়াদ্দার,রবিউল আউয়াল টিপু, রহুল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকরাম হোসেন মধু বিশ্বাস,পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলম,এন এ কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শাকিল প্রমুখ। এছাড়াও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের মধ্যে অথবা দলের বাইরে যারা সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও টেন্ডারবাজি করবে তাদেরকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে সোপর্দ করতে নির্দেশ দিয়েছেন,আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান। জনাব তারেক রহমানের নির্দেশে সুজানগরের মাটিতে কোন ধরণের অরাজকতা হতে দেওয়া হবে না। পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীদের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন কোন ধরণের অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। দীর্ঘ ১৫ বছর ধরে এদেশের নিরীহ মানুষের উপর যে অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতন ও চাঁদাবাজি টেন্ডারবাজি করেছে, সেই সন্ত্রাসীদের নৃশংসতায় আমাদের অনেক নেতাকর্মী মারা গিয়েছে,গুম হয়েছে,জেল খেটেছে, নির্যাতন হয়েছে। তাদের বিরুদ্ধেও সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন আমাদের কোন লোকের সাথে মিশে দলের ক্ষতি করতে না পারে।