আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি ঃ ৪ নভেম্বর ২০২৪: সোমবার পূবালী ব্যাংক পিএলসি চুনারুঘাট শাখায় আজ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকিং কর্নারের উদ্বোধন করা হয়। শাখার ব্যবস্থাপক জনাব ভূঁইয়া আল মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুশফিকুর রহমান, উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজার।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন জনাব মোঃ সরোওয়ার আলম, সহকারী মহাব্যবস্থাপক, পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজার। সঞ্চালনার দায়িত্ব পালন করেন চুনারুঘাট শাখার অপারেশন ম্যানেজার জনাব মোঃ সাহিজুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর অতিথিবৃন্দ কেক কেটে ইসলামী ব্যাংকিং কর্নারের শুভ সূচনা করেন। এই বিশেষ আয়োজনে ব্যাংকের বিভিন্ন স্তরের গ্রাহক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংকিং কর্নারের উদ্বোধনের মাধ্যমে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিং সেবা আরও সুসংহত ও সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে সকলেই আশা প্রকাশ করেন।