স্টাফ রিপোর্টার মোঃ শিপন মিয়া
পাবনা সুজানগর উপজেলার রানীনগর ডিলার রিপন বিশ্বাস থেকে অবৈধভাবে বিক্রয় করা ২০ বস্তা সরকারি চাউল বেড়া উপজেলা রুপপুরের বারনিতলা থেকে আটক।
নসিমন চালিত গাড়ীতে অবৈধ ২০ বস্তা সরকারি চাউল বেড়া উপজেলা রুপপুর সেখ পাড়া গ্রাম্য ডা: আজগারের বাড়ির সামনে থেকে গাড়িটি বারনিতলার দিকে আসার সময় এলাকা বাসীর সন্দেহ হলে গাড়িটি গতি রোধ করে রবিবার ২৭শে অক্টোবর রাত ৮ টার সময় সরকারি চাউল থাকায় জিজ্ঞাসাবাদ করায় গাড়ি চালক বলেন এটা সুজানগর রানীনগর এ বি এম তৌফিক হাসান আলহাজ্ব এর ভাতিজার রিপন বিশ্বাস কাছ থেকে ক্রয় করে আনেন চাউল ব্যবসায়ী দুলাল সেখ (৬০) পিতা: মৃত: নিজাম সেখ বাড়ি রুপপুর বারনিতলা তার নিজ বাড়িতে নিয়ে যেতে বলেছে।
বারনিতলার এলাকা বাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন অবৈধ কালোবাজারি এর সুষ্ঠু বিচার দাবী করেন প্রকৃত দরিদ্র দুস্থ মানুষদের মাঝে চাউল বিতরণের দাবি করেন।