জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
বিদ্যালয় চলাকালীন সময় বহিরাগত সন্ত্রাসী কর্তৃক অফিস ভাংচুর, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও দাতা সদস্যের উপর হামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
২৩ অক্টোবর বুধবার বেলা ১১ টায় বাগজানা উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন এসএসসি পরিক্ষার্থী মোজাহিদ ইসলাম, ৭ম শ্রেণির শিক্ষার্থী বীথি রানী, স্থানীয় বাসিন্দা সামস সেতু সহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে তারা বলেন, গত দুই মাস ধরে ওয়াহেদুল্যাহ খান আদনান প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের বিভিন্ন অনিযম নিয়ে আন্দোলনের নামে বিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্নিত করছে। আমাদের অভিভাবকরা আমাদের বিদ্যালয়ে পাঠাতে আতংকে থাকছে।
তারা বলেন, ২১ অক্টোবর সে এলাকার বখাটে কিছু ছেলেদের নিয়ে স্কুল চলাকালীন সময় শিক্ষক শিক্ষার্থীদের উপর পরিকল্পিত হামলা করে। এতে আমাদের তিনজন শিক্ষার্থী মারাত্বক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকি ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।