ঢাকাSaturday , 12 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • টাটা কোম্পানির উত্তরাধিকার হলেন নোয়েল টাটা

    admin
    October 12, 2024 9:51 pm
    Link Copied!

    রোকসানা ইসলাম, নিজস্ব প্রতিবেদক

    সদ্য গত হওয়া ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটার উত্তরাধিকার হলেন তার সৎভাই নোয়েল টাটা।৬৭ বছর বয়সী নোয়েল টাটাকে টাটা গ্রুপের পরবর্তী চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়েছে। টাটা গ্রুপ অব কোম্পানিজের হোল্ডিং প্রতিষ্ঠান টাটা সনসের ৬৬%নিয়ন্ত্রিত হয় টাটা ট্রাস্টের মাধ্যমে। কেন্দ্রীয় সমন্বয়কারী সংস্থা হিসেবে এই ট্রাস্টের আওতায় রয়েছে রতন টাটা ট্রাস্টসহ ১৪টি ট্রাস্ট।গত বুধবার (৯ ই অক্টোবর) ৮৬ বছর বয়সে মারা যান রতন টাটা।তিনি ১৯৩৭ সালে একটি পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন। ১০ বছর বয়সে তার বাবা নেভাল টাটা ও মা সুনি টাটার মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।যাইহোক নিঃসন্তান রতন টাটার মৃত্যুর পরে প্রশ্ন ওঠে কে হচ্ছেন তার উত্তরসূরী। এ ব্যাপারে তার বেশ কয়েকজন ভাইঝি-ভাইপো লিয়া টাটা,মায়া টাটা ও নেভিল টাটার নাম শোনা যাচ্ছিল।তবে সেই গুঞ্জন সত্য হয়নি।শুক্রবার ১১ই অক্টোবর টাটা ট্রাস্টগুলোর বোর্ড সভা হয়।সেখানেই নোয়েল টাটাকে রতন টাটার উত্তরাধিকারী হিসেবে বেছে নেওয়া হয়।১৯৯৯ সাল থেকে টাটা গ্রুপের সঙ্গে কাজ করছেন নোয়েল।তিনি ফ্যাশন ব্রান্ড জুডিও ও অনলাইন শপিং সাইট ওয়েস্টসাইড পরিচালনাকারী প্রতিষ্ঠান টাটা ট্রেন্টের চেয়ারম্যান এর দায়িত্বে আছেন।একই সঙ্গে তিনি ভোল্টাস ও টাটা ইন্টারন্যাশনালেরও চেয়ারম্যান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST