আলমগীর হোসেন
স্টাফ রিপোর্টার
আজ পহেলা অক্টোবর ২০২৪ বিকেল চারটায় মাদারীপুর এ,আর, হাওলাদার জুট মিল গেট সংলগ্ন ইটেরপুল মাদারীপুর হইতে রেলি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক দিয়ে পুরান বাজার রেন্ডি তলায় গিয়ে শ্রমিক দলের সকল অঙ্গসহ সহযোগীসংগঠনের নেতা কর্মীদের নিয়ে ডিসি ব্রিজ গিয়ে শেষ হয়।
রেলির শুরুতে সভাপতিত্ব করেন:- জনাব আলাউদ্দিন নপতি,সভাপতি মাদারীপুর জেলা শ্রমিক দল।সঞ্চালনায় :-আক্তার হোসেন খান,
সাধারণ সম্পাদক, মাদারীপুর জেলাশ্রমিক দল।
বক্তব্য রাখেন:-
মোঃ আনোয়ার হোসেন হাওলাদার
সিনিয়র সহ-সভাপতি, মাদারীপুর জেলা শ্রমিক দল।
আব্দুর রহমান চৌকিদার, সংগঠনিক সম্পাদক, মাদারীপুর জেলা শ্রমিকদল। মোহাম্মদ দিপু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, মাদারীপুর জেলা শ্রমিক দল। মো: হেমায়েত শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক, মাদারীপুর জেলা শ্রমিক দল।
মোঃ কামাল হোসেন আলতাফ, দপ্তর সম্পাদক, মাদারীপুর জেলা শ্রমিক দল।
মোঃ শহিদুল ইসলাম , প্রচার সম্পাদক, মাদারীপুর জেলা শ্রমিক দল।
এছাড়াও উপস্থিত ছিলেন, রাজৈর, শিবচর, ডাসার, কালকিনি, উপজেলার শ্রমিকদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।