স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন বক্তারা।
গতকাল রোববার বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় ভাই ভাই কমিউনিটি সেন্টারে আয়োজিত বৈঠকে শেরপুর, নন্দীগ্রাম, শিবগঞ্জসহ চারটি উপজেলা ও জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব আঞ্চলিক প্রধান সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু।
শাজাহানপুর অনলাইন প্রেসক্লাবের আহবায়ক শিবলু রহমানের সভাপতিত্বে সভায় উদ্বোধকের বক্তব্য রাখেন জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সভাপতি মাকছুদ আলম হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দয়া, রাকিবুল হাসান শান্ত, এমদাদুল হক, আবু জাহের, রাসেল মাহমুদ, রবিউল ইসলাম রবি।
শাজাহানপুর অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব মো. মহিউদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আব্দুল মোমিন, নব কুমার সূর্য্য, তানসেন আলী মন্টু, আব্দুল মান্নান, সাদিকুর রহমান, সিজাউল হোসেন সাজু, রেজওয়ানুল হক শাহীন, নাইচ হোসেন সুজন, সামিউল আলীম, সনি হোসেন, আবুল কালাম মোল্লা, মনিরুজ্জামান সাকিব প্রমূখ।