স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গতকাল মুরইল ইউনিয়নের ভালতা গ্রামের আব্দুর রাজ্জাক মল্লিকের ছেলে রাসেল মল্লিক (২৯) এর ৪শতক জায়গা জমি জোরপূর্বক দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে। এবিষয়ে কাহালু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়,ভালতা গ্রামের মোস্তফা মল্লিকের ছেলে কবির মল্লিক (৩২),ইয়াছিন মল্লিকের ছেলে মোস্তফা মল্লিক (৬৫) ও ইমদাদুল মল্লিক (৪৮),মোস্তফা মল্লিকের ছেলে বাপ্পী মল্লিক (২৬) প্রতিপক্ষরা যোগসাজশ করে একই গ্রামের আব্দুর রাজ্জাক মল্লিকের ছেলে রাসেল মল্লিকের বাগানের জমির ৪শতক জমিতে জোরপূর্বক খুঁটি পুঁতে রাখে এবং জবর দখলের চেষ্টা করে।
এতে ভুক্তভোগী রাসেল মল্লিক জানায়,ভালতা মৌজার খতিয়ান নং-১৫৩,দাগ নং-৬৭৪ এর ২৩ শতকের মধ্যে ৪শতক কোবলা দলিল নং-২২৫৬/২৪ মূলে ক্রয় করে। উক্ত বিবাদীদের সেখানে কোন প্রকার জায়গা জমি নাই তবুও তারা ৪শতক বাগনের জমির মধ্যে ২শতক জমি জবর দখল করার চেষ্টা করে। বিবাদীরা অত্র এলাকায় ভূমিদস্যু হিসাবে পরিচিত। এছাড়াও আরো জানায়,বিবাদী ইমদাদুল মল্লিক স্বৈরাচারী দোসোর দলের ২নং ওয়ার্ডের সভাপতি। সে দলীয় প্রভাব খাটিয়ে আমাদের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পূর্বেও অনেকের জমি এভাবে দখল করেছে।
এবিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন বিষয়টি নিশ্চিত করেন এবং জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত বিধি-ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।