জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কয়া সীমান্তে জনসচেতনতা মুলক মতবিনিময় সভা করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার বিকালে উপজেলার কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবির মতবিনিময় সভা হয়। সীমান্ত অপরাধ, মাদক, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধ বিষয়ে সভায় আলোচনা করেন অতিথিরা।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাহিদ নেওয়াজ (পিএসসি)।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক, ধরঞ্জীর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য মোঃ আরিফ হোসেন, কয়া বিওপি কমান্ডার মোঃ ঈব্রাহীম হোসেন, হাটখোলা বিওপি কমান্ডার মোঃ সাইদুর বারী সহ এলাকার সুধীজন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com