মানিকগঞ্জ থেকে মুরাদ খান
মানিকগঞ্জের হরিরামপুর ঝিটকা বাজারে দেশব্যাপী ওলি আউলিয়ার মাজার ভাঙ্গার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেন। মঙ্গলবার সকারে বৃহত্তর ঝিটকা একালাকার বিভিন্ন দরবারে ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে এক বিশাল মিছিল নিয়ে ঝিটকা বাজার প্রদক্ষিণ করেন।
ঝিটকা শরীফ সর্বজনীন সূফী কল্যান পরিষদের ব্যানারে বিভিন্ন দরবারের পীর,মাশায়েক,খাদেম ও আশে কান বৃন্দ সমাবেশ জড়োহন। প্রতিবাদ সভায় বক্তারা সম্প্রতি মাজারের ওপর আঘাত কে যেকোনো মূল্যে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। দেশব্যাপী মাজার ভাঙ্গার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। ভবিষ্যতে ঝিটকা শরীফের সকল মাজারের উপর যেকোনো আঘাতকে সবাই সোচ্চার থাকার জন্য আহ্বান জানান । সমাবেশে বক্তব্য রাখেন ঝিটকা শরীফের
হযরত খাজা দাউদ আল চিশতী, হিমেল আর চিশতী,এইচ,এম রইচউদ্দিন,হযরত খাজা ডাঃ মোঃ আশিকুজ্জামান স্বপন, হযরত খাজা মেহেদী হাসান টুটুল, মাওলানা আফজাল হোসেন জিহাদি সহ পীর মাশায়েক গন।