বাঞ্ছারামপুর প্রতিনিধি
কুমিল্লা বুড়িচং ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ঐক্যের বন্ধন সংগঠন। সোমবার দিনব্যাপী কুমিল্লার বুড়িচং এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ধারে ধারে গিয়ে ত্রাণ হিসাবে নগদ অর্থ তুলে দেয় তাদের মাঝে। এ সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোজ খবরও নেন সংগঠনটির সভাপতি মহিউদ্দিন। এ সময়ে সাথে ছিলেন, সাংগঠনিক সম্পাদক সুমন৷ সরকার , মোমেন মিয়া, মোঃ নাছের সরকার, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক এবাদুল হক আবু, আমজাদ হোসেন, ও দুলাল মিয়া। ত্রাণ বিতরণ শেষে সভাপতি মহিউদ্দিন বলেন, বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তা ঘাট ঘর বাড়ি সহ অনেকের স্বপ্ন কেড় নিয়েছে এ বন্যা।তাই তাদের সহযোগীতায় দেশের সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। দেশ এবং প্রবাসীদের আর্থিক সহযোগীতায় ফান্ড গঠন করে সবসময় অসহায় মানুষের পাশে থাকেন ঐক্যের বন্ধন সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে প্রতি রমজানে ১৫০থেকে ২০০ পরিবারের মাঝে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করেন। এছাড়াও গরীব ও অসহায়দের বিনা লাভে ঋন দিয়ে থাকেন ঐক্যের বন্ধন সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা আজিজুল হাকিম। তিনি একজন প্রবাসী।