হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। মঙ্গলবার(১৭সেপ্টেম্বর) বিকাল ৪টায় তার নিজ কার্যালয়ে কালাই উপজেলার সকল সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কালাই উপজেলা প্রেসক্লাবের আহবায়ক অধ্যক্ষ মোঃ আব্দুল করিম,সিনিয়র সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম, মোঃ মুনছুর রহমান,কালাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান, কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সেলিম সরোয়ার শিপন,কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান,প্রেসক্লাব কালাই এর সভাপতি আতাউর রহমান,প্রেসক্লাব কালাইয়ের সাধারণ সম্পাদক,তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর,কালাই মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক মিশিকুল মন্ডল সহ প্রমুখ।এ সময় উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন,এলাকার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কর্মকান্ডের জন্য উপজেলার সকল সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠান শেষে কালাই মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।