এম মনিরুজ্জামান, পাবনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, সুজানগর উপজেলা শাখার সদস্যসচিব শেখ আব্দুর রউফ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে, সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম কে ফুলেল শুভেচ্ছা জানান। সোমবার দুপুরে পাবনার সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম কে অফিস রুমে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ও সৌজন্যে সাক্ষাত করেন।এ সময় উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক তোরাফ আলী, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা মৃধা, উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক আলী আকবর, পৌর বিএনপির সদস্য ইয়াকুব আলী,আলাউদ্দিন,ছাপা খান,ইন্তাজ ,তাঁতীবন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম আজম, ছাত্রদল নেতা কাউসার, ফিরোজ প্রমুখ।