জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার আগামী দিন শুধু সম্ভাবনার, এই স্লোগানে পাঁচবিবি কিন্ডারগার্টেন শিক্ষক পরিবারের উদ্যেগে বে-সরকারী বৃত্তি পরীক্ষা-২০২৩ এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরন অনুষ্ঠান-২০২৪ আজ ১৬ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় পাঁচবিবি ডিগ্রী কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,পাঁচবিবি কিন্ডারগার্টেন শিক্ষক পরিবারের
সভাপতি,ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল ও জীম পাবলিক প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ আবু সুফিয়ান (মুক্তার)। বর্ণমালা কিন্ডারগার্ডেন স্কুলের পরিচালক মোঃ জাকারিয়া হোসেনের সঞ্চালনায় এতে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রিয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান,উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম, পাঁচবিবি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ পপুলার কিন্ডার গার্টেন এন্ড স্কুলের প্রতিষ্ঠাতা আবুল কালাম চৌধুরী ও ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ ফরহাদ হোসেন।
আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাইল্ডহোম প্রি ক্যাডেট কিন্ডারগার্ডেনের পরিচালক আবু রায়হান, পপুলার কিন্ডার গার্ডেনের সহকারী পরিচালক মোঃ রাশেদ আকন্দ, আল মাখদুম প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মাওঃ মোঃ ওমর ফারুক, পাঁচবিবি কিন্ডার গার্টেন শিক্ষক পরিবারের সহ-সভাপতি শফিকুল ইসলাম ও পাঁচবিবি কিন্ডার গার্ডেন শিক্ষক পরিবারের অর্থ সম্পাদক সাইদুজ্জামান সাঈদ প্রমুখ।শেষে পাঁচবিবির ১২টি কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি প্রাপ্ত মেধাবী ৫৭ জন ছাত্র/ছাত্রীদের হাতে সনদপত্র, সন্মাননা স্বারক ও নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি।