জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিসিএল পাঁচবিবি শাখায় গ্রাহক সেবা মাস উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা-২০২৪ আজ ১১ সেপ্টেম্বর রোজ বুধবার বিকেলে পাঁচবিবি ইসলামী ব্যাংক শাখা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যাংক পাঁচবিবি শাখার আয়োজনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি শাখা ব্যবস্হাপক মোঃ ছামিউল আলম সরকার। সিনিয়র অফিসার মোঃ মিল্লাত হোসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মোঃ মাহমুদুল হাসান।
সুদ মুক্ত শরীয়াহ্ মোতাবেক পরিচালিত ইসলামী ব্যাংকের কার্যক্রম উপর বক্তব্য রাখেন, গ্রাহক বালিঘাটা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ জয়নুল আবেদীন, মহব্বতপুর আমিনিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ মিরশহিদ,কামদিয়া কলেজের সহকারী অধ্যাপক মোঃ আজিজুল হক ঠান্ডা, বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওঃ রুহুল আমিন ও দারুল ইসলাহ একাডেমির সহকারী শিক্ষক মোঃ হাসিবুল আলম । বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার ও কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আনিছুর রহমান। গ্রাহক সমাবেশে এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ অবশ্যই ছিলেন।