জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালী করনে তরুণ সমাজ যুক্ত প্রকল্পের আওতায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেট্জ বাংলাদেশের সহযোগিতায় উপজেলা নাগরিক সমাজ সংগঠনের ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ-২০২৪ আজ ১১ই সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস হলরুমে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্বে করেন, সিএসও সদস্য সুজানা ডি ক্রুশ। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান। স্বাগত বক্তব্য রাখেন,ডাসকো ফাউন্ডেশন যুক্ত প্রকল্পের জয়পুরহাট জেলা এরিয়া কো অর্ডিনেটর ফারহানা সিদ্দিকী।
সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর পলাশ চন্দ্র ও রোকসানা খাতুন। বক্তারা,প্রশ্ন উত্তর পর্বে কৃষি অফিসের সেবা সমূহ ও সমস্যা উত্তরণের উপায় বিষয় নিয়ে আলোচনা করেন। প্রশ্ন করেন সি এস সদস্য গৌড় গোপাল, জিয়াউর রহমান ও মোছাঃ ছায়মা বেগম। কৃষি কর্মকর্তা তাদের কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা এবং সমস্যা সমাধানে দিকনির্দেশনা প্রদান করেন এ সংলাপে সিএসও সদস্যসহ প্রায় ৩১ জন নাগরিক সমাজ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।