রিপোর্টারঃ রুহুল আমিন শেখ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের অন্তর্গত গৈল দিগরী রাজা পরিষদ পরিচালনা পর্ষদের জন্য ৯ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় গৈল সিসিডিবি অফিস সভা কক্ষে রামপদ তিরকির সভাপতিত্বে ও বিশ্বজিত মিনজির সঞ্চালনায় এডহক কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাজা জনাব বাবুলাল টপ্য।গৈল দিগরী রাজা পরিষদ পরিচালনার জন্য রামপদ তিরকি কে সভাপতি ও বিশ্বজিত মিনজ্ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির মেয়াদ আগামী ৩ মাস পর্যন্ত বহাল থাকবে।এডহক কমিটি ১৭ টি গ্রাম কমিটি গঠন করে নির্বাচনের মাধ্যমে দিগরী পরিষদের রাজা ও অন্যান্য পদে সদস্য নির্বাচিত করবেন।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য রনজিত মিনজি,সহিলাল টপ্য,অনিল তিরকি,রবিকান্ত খালকো,মদিন কুজুর প্রমুখ।