জাকিউল ইসলাম
জামালপুর জেলা প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা অনুযায়ী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বিএনপি ও সমমনা দলের অসংখ্য নেতাকর্মী এবং ছাত্রজনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যার নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে ১৪ আগষ্ট বিকাল ৬ টায় দেওয়ানগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে থানার সামন দিয়ে বাজারের সকল রাস্তা প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যলয়ের সামনে বক্তব্য প্রদান করে।
সে সময় বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জু হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ম যুগ্ন-আহব্বায়ক আব্দুর রশীদ সাদা, আরো উপস্থিত ছিলেন মাসুদ হাবিব পলিন যুগ্ন-আহবায়ক উপজেলা বিএনপি।পৌর বিএনপির আহবায়ক আতিকুর রহমান সাজু, আলতাব হোসেন আহবায়ক পৌর যুবদল ফারুক আহম্মেদ যুগ্ন আহবায়ক উপজেলা যুবদল, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান সোহাগ প্রমূখ।
উক্ত বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের ১নং যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন।
বক্তৃতাকালে সকল বক্তায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের বিচারের দাবিতে শেখ হাসিনার ফাঁসির দাবি জানান।