আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে
ছাত্র- জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চুনারুঘাট উপজেলা বিএনপি । বুধবার (১৪ আগস্ট) চুনারুঘাট পৌর শহরের মধ্যেবাজার গোলচত্বরের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুল হাই, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম টুলো, সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, সাবেক মেয়র মোহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সাধারণ সম্পাদক কাউন্সিলর লুৎফুর রহমান জালাল, উপজেলা ছাত্র দলের আহবায়ক আরিফুর রহমান, সদস্য সচিব মো: মারুফ মিয়া সহ উপজেলা বিএনপি বিভিন্ন ইউনিটের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন । এসময় বক্তারা বলেন, ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম-খুন করা হয়েছে। এমনকি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনার বিচারের দাবি জানাই।