জুয়েল আহমেদ : রাজশাহীর পবা উপজেলার নওহাটায় আওয়ামীলীগের নেতাকর্মী ও বাজারের চায়ের দোকান কাফনের কাপড়ের টুকরো, গোলাপ জল ও ৪চি চিরকুটে বিভিন্ন অক্ষর লিখে রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে যাদের নামে এই কাফনের কাপড় তাদের নামের প্রথম অক্ষর লিখে রাখা আছে।
এতে আতঙ্ক বিরাজ করছে এলাকায়জুড়ে।
আজ মঙ্গলবার সকালে নওহাটা পৌর এলাকার পাইকপাড়া গ্রামে একটি চায়ের দোকানে কাফনের সামগ্রী পাওয়া যায়। এছাড়াও এলাকার ৪ জন আওয়ামীলীগের নেতার বাড়িতে এসব কাফনের সামগ্রী রাখা হয়েছে। তাদের মধ্যে নওহাটা এলাকার হাফিজ, পলাশ, রাব্বিও পিল্লাপাড়া এলাকার আওয়ামীলীগ নেতা রবিউলের বাসায় এসব রেখে যায় দুর্বৃত্তরা। এর পরে থেকে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
আওয়ামীলীগ নেতা কর্মীরা বলছেন, যেহেতু তারা না পালিয়ে নিজেদের বাসায় বসবাস করছেন সেহেতু হামলা না করে দুর্বৃত্তরা নীরব আতঙ্ক সৃষ্টি করে তাদের ভয় দেখানোর চেষ্টা করছেন।
এই ঘটনায় ভুক্তভোগীরা থানায় জিডি করবেন বলেও জানান।
রাজশাহীর পবা উপজেলার নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। কারা কাফনের কাপড় দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে তা উদঘাটনে কাজ চলছে। আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।