হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার
গত জুলাই মাস হতে শুরু হওয়া কোটা আন্দোলন শেষমেশ ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগে এসে দাঁড়ায়। তারপর থেকে দেশের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করতে সাধারণ শিক্ষার্থীদের সারাদেশে ট্রাফিক নিয়ন্ত্রণ, ময়লা পরিষ্কার ও বাজার মনিটরিং সহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেয়াল চিত্র অঙ্কন কর্মসূচি পালন করতে দেখা যায় ।
তারাই ধারাবাহিকতায় আজ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় কোটা আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের স্মরণে রংতুলি হাতে দেয়ালে দেয়ালে চিত্র অঙ্কন সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান ফুটিয়ে তুলেছেন তাঁরা। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের এই কাজে স্বেচ্ছায় অংশ করতে দেখা যায় । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের ত্যাগ স্মরণে এমনটি করেছেন বলে জানান সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন – দেশকে রঙিন করে সাজিয়ে তুলতে ছাত্রদের এই কর্মসূচি। কোটা আন্দোলন শহীদ হওয়া আমাদের ভাইদের আমরা স্মরণ করি এবং তাদের এই ত্যাগকে যথাযথ সম্মান করি । তাই তাদের এই ত্যাগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেয়াল চিত্র অঙ্কন করার মাধ্যমে জানিয়ে দিতে চাই ।
সেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ।