আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে আসন্ন জন্মাষ্টমী পূজা উদযাপন উপলক্ষে আনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, চা- বাগান শ্রমিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ , পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকার পতনের পরবর্তী আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে তা স্বাভাবিক অবস্থায় ফেরাতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌত আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার । প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬ বীর পিএসসি অফিসার কমান্ডিং মেজর মোঃ শাহিন আলম। সহকারী কমিশনার ভূমি মাহবুব আলম মাহবুব এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সামিউল হাসান, থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ,
সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, চা- বাগান শ্রমিক নেতৃবৃন্দ