নিজস্ব প্রতিবেদক মো:রুহুল আমিন শেখ
পূর্ব শত্রুতার জের ধরে গত ৬ আগস্ট নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮ নং বাহাদুরপুর ইউনিয়নের চক মনসুর গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ সাইফুদ্দিন হোসেনের বাড়ি ভাঙচুর সহ সাইফুদ্দিনের স্ত্রী মোছা: জুলেখা বেগমকে মারধরের অভিযোগ উঠেছে, একই গ্রামের বাসিন্দা মৃত আশরাফ আলীর ছেলে, মনসেব আলীর বিরুদ্ধে। এ ঘটনায় মোছা: জুলেখা বেগমের ভাতিজি রুপা খাতুন নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, চক মনসুর গ্রামের, বাসিন্দা মো: মনসেব আলী, মঞ্জুয়ারা বেগম ও সুফিয়া বেগম গত ৬ আগস্ট রোজ মঙ্গলবার ভুক্তভোগী রুপা খাতুনের ফুপু মোছা: জুলেখা বেগমের বাড়ি ভাঙচুর সহ জুলেখা বেগমকে এলোপাথারি মারপিট করে। ফুপুকে মারধরের খবর পেয়ে গত ১১আগস্ট রোজ রবিবার রুপা খাতুন ও তার স্বামী ফুফুকে দেখার জন্য বাবার বাড়ি আসেন। এমত অবস্থায় ১২ আগস্ট রোজ সোমবার সকাল আনুমানিক ৭ টার সময় রুপা খাতুন তার ফুফুর বাড়িতে গিয়ে তার ফুফুর সাথে কথা বলার সময়, বিবাদীগণ রুপা খাতুন এর উপস্থিতি টের পেয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। রুপা খাতুন বিবাদীগণকে গালিগালাজ করতে নিষেধ করলে ২ নং বিবাদী মোছা: মুনজুয়ারা বেগম, রুপা খাতুন এর গলা চেপে ধরে। সেই সাথে ৩ নং বিবাদী মোছা: সুফিয়া বেগম রুপা খাতুন এর শরীরে থাকা ওড়না টেনে ছিড়ে ফেলেন এবং হুমকি ধামকি প্রদর্শন করেন। পরবর্তীতে রুপা খাতুনের চিৎকার শুনে রুপা খাতুনের মা ঘটনা স্থলে আসিলে বিবাদীগণ তার মাকেও মারপিট করেন। রুপা খাতুন বলেন, বিবাদীগণ পুনরায় যেকোনো সময় রুপা খাতুন এর বাবার বাড়ির লোকজনের বড় ধরনের ক্ষতি করতে পারেন। এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মদ আল মাহমুদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।