হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার
সারাদেশে হিন্দু -মুসলিম ভাই ভাই, লুটেরা ও মন্দির ধ্বংসকারীদের বিচার চাই” সংখ্যালঘুদের নিরাপত্তা চাই এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৪ দফা দাবিতে সারা বাংলাদেশে বিক্ষোফ ও রেলি সমাবেশ করেন সনাতনীরা।
৪ দফা গুলোর হচ্ছে,
১সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে।
২সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে
৩সংখ্যালঘুর বিরুদ্ধে সংঘটিত সকল প্রকারের হামলা প্রতিরোধের কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
৪সংখ্যালঘুর জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।
১১ ই আগষ্ট রবিবার সকাল ১০ টার দিকে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এ মানব বন্টন হয়।
উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রী দল,
এই সময় সনাতনী ডাকে সারা দেয় গোটা হিন্দুবাসী ও জনগণ বাসি সারা দেয়।
এতে বক্তৃতা করেন,বাংলাদেশ হিন্দু মহাযোঠ,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।
বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ও সুশীল সমাজের সুধীজন।