হারুন অর রশীদ
স্টাফ রিপোর্টার
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপি’র আয়োজনে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় উপজেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন উপাসনালয় পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে রথবাড়ি সাহা পাড়ায় সমাজ সেবক বিমল সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম।
এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, এ্যাডঃ আব্দুল ওহাব, বুলবুল ইসলাম, আব্দুল করিম, হারুনুর রশিদ মাস্টার, ফারুক আহম্মেদ, ওয়ারেছ আলী আকন্দ, তোফায়েল আহম্মেদ সাবু, মিনারা বেগম, মোকলেছার রহমান, ফরমান আলী, রেজাউল করিম দুলু, ইয়াছিন আলী, সাকিব হোসেন, শ্রী অন্তু রায়, অচিন্ত সরকার, যুবদল নেতা খালিদ হাসান আরমান, আনোয়ারুল ইসলাম মুকুল, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন প্রমূখ। এর আগে প্রধান অতিথি মহাস্থানে মাজার জিয়ারত শেষে রথবাড়ি সরকার পাড়া সার্বজনীন মন্দির পরিদর্শন করেন।