জুয়েল আহমেদ : ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু।
আজ বিকেল সোয়া তিনটার সময় উপাচার্য গোলাম সাব্বির সাত্তার রাষ্ট্রপতির সচিব বরাবর তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে মোবাইল ফোনে নিজেই নিশ্চত করেছেন। এদিকে শুধু উপাচার্য নয় প্রশাসনের উপ উপাচার্য সুলতান-উল-ইসলাম এবং উপ উপাচার্য হুমায়ূন কবির সহ প্রায় সবাই নিজ নিজ অবস্থান থেকে পদত্যাগ করেন বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক কর্মকর্তা। শুধু রেজিষ্ট্রার তারিকুল ইসলাম তার স্ব পদে বহাল রয়েছেন। তিনিই কর্মকর্তাদের পদত্যাগ পত্র গ্রহণ করছেন।
এদিকে গত মঙ্গলবারই রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব পান্ডে। অন্যদিকে আজ দুপুরে পদত্যাগ পত্র জমা দিয়েছেন প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ প্রক্টরিয়াল বডির ১২ জনের সবাই।
এর আগে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের সবাইকে রাজাকার ও আলবদর আখ্যা দিয়ে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে রাবি সমন্বয়ক কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।