এম মনিরুজ্জামান, পাবনা : সরকারি বিধি অমান্য করে একাধিক মামলার আসামিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়াতে শিক্ষার মান উন্নয়নে প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি দরখাস্ত দাখিল করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আতিয়ার প্রামানিকের ছেলে মঈনুল ইসলাম ওরফে ময়নুল উপজেলার সাগরকান্দি ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন।এ ঘটনায় এক মামলার বাদী মতিউর রহমান রতন লিখিত অভিযোগ দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর। তিনি উল্লেখ করেন, উক্ত মঈনুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী,সে ও তার দল বল নিয়ে আমার ভাই সহ একাধিক ব্যক্তি কে মেরে ফেলার চেষ্টা করে।তার বিরুদ্ধে
সুজানগর থানায় গত ২৮ মার্চ মঈনুল ইসলাম ওরফে ময়নুল প্রামানিকের বিরুদ্ধে পেনাল কোড ১৪৩,৩২৩,৩২৫,৩০৭,৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়। এফ আই আর নং ২৮, তারিখ ২৮ মার্চ ২০২৪ ইং,জি আর নং ৫৪, তারিখ ২৮ মার্চ ২০২৪ ইং। এই মামলায় উক্ত মঈনুল ইসলাম ওরফে ময়নুল প্রামানিক বেশকিছু কারাগারে বন্দী ছিলেন। ডি এস বি সুত্রে জানা যায়,উক্ত মঈনুল ইসলাম ওরফে ময়নুল প্রামানিক একাধিক মামলার আসামি।এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মুহাঃ ইউসুফ রেজা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রাপ্ত মঈনুল ইসলাম ওরফে ময়নুল প্রামানিকের বিরুদ্ধে মামলা বিষয়ে তদন্ত জন্য কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক জন চিহ্নিত আসামি শিক্ষক পদে নিয়োগ পাওয়াতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নিয়োগ প্রাপ্ত বিদ্যালয়ের অভিভাবকরা আতঙ্কিত ও সংশয় প্রকাশ করেছেন।