মোহাম্মদ আব্দুল করিম
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ জুলাই ) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রসুলপুর ইউনিয়নের নিমদীঘি বাজার এলাকায় বিসিআইসি সার ডিলার মেসার্স হুমায়ূন কবিরকে সারের হিসেবে গড়মিল, মূল্য তালিকা না থাকা, দোকানে সার ডিলারের নামের সাইনবোর্ড না থাকা ও ক্যাশ মেমোতে মোবাইল নাম্বার না থাকায় ২৫ হাজার টাকা, একই এলাকায় মেসার্স মন্ডল এন্টারপ্রাইজে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে ৭ হাজার টাকা এবং শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ি বাজারে মেসার্স সার ঘরে সারের স্টকের তথ্যে গড়মিল থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস বলেন, কৃষকের অভিযোগের প্রেক্ষিতেই অভিযান পরিচালনা করা হয়েছে। কৃষক যেন কোনভাবেই হয়রানির শিকার না হয় এজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান ও থানা পুলিশের সদস্যরা। #২৬ জুলাই ২০২৪