মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন
যশোর জেলা প্রতিনিধি
দৈনিক আমার দেশ প্রতিদিন
যশোরে বিদেশি পিস্তল এক রাউন্ড গুলি ও দুইটি বার্মিজ চাকুসহ ফয়সাল আহম্মেদ নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে সদর উপজেলার শেখহাটি আদর্শপাড়া থেকে তাকে আটক করা হয়।আটক ফয়সাল আহম্মেদ উপজেলার শেখহাটি আদর্শপাড়া এলাকার বাসিন্দা।যশোর জেলা (ডিবি) পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, ডিবি যশোরের এসআই বিপ্লব সরকার, এসআই শাহিনুর রহমান, এএসআই আমিরুল ইসলামের সমন্বয়ে একটা টিম খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ অস্ত্র সে কোথায় পেয়েছে এবং তার সাথে অন্য কারা জড়িত রয়েছে সে বিষয়ে খোজ খবর নেয়া হচ্ছে। এ ঘটনায় এসআই বিপ্লব সরকার বাদী হয়ে যশোর কোতোয়ালী থানায় মামলা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com