নিজস্ব প্রতিনিধি / শেখ রুবেল আহমেদ
পাবনা সুজানগর উপজেলায় হাটখালী ইউনিয়নে শোলাকুড়া গ্রামে আওয়ামী লীগ নেতা খন্দকার নুরুল ইসলাম রিন্টুর (২) দুইটি গরু চুরি-র অভিযোগ উঠেছে। জানা যায় একটি গরু (৭) সাত মাসের গর্ভবতী ছিল ও আরেকটি ষাঁড় গরু। গত ১৬ ই মে দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় ঐদিন রাতেও খন্দকার নুরুল ইসলাম রিন্টু তার গোয়াল ঘরে গরু রেখে বাহির থেকে তালা লাগিয়ে দেন। প্রতিদিনের মতোই আজ ভোরে যখন গোয়াল ঘর থেকে গরু বাহির করতে যান তখন দেখেন তার গোয়াল ঘরের তালা ভাঙা, এরপর গোয়াল ঘরে প্রবেশ করে দেখেন গোয়াল ঘরের গরু দুটি নেই। এলাকার লোকজন নিয়ে পুরো গ্রামে খোঁজাখুঁজি করেও গরু ২ (দুটির) আর সন্ধান পাওয়া যায় নাই। খন্দকার নুরুল ইসলাম রিন্টু বলেন দুটি গরুর বাজার মূল্য কমপক্ষে (৩)তিন লক্ষ টাকা। তিনি আরো বলেন থানায় অভিযোগের দায়ের প্রস্তুতি চলছে খুব শীঘ্রই থানায় অভিযোগ দায়ের করা হবে বলে তিনি আমাদের জানিয়েছেন।
এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আমরা এখনো কোনো অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে আমরা বিষয়টির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।