স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলাধীন দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের মাঝে শুকনো খাবার, সেলাই মেশিন, ঢেউটিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ, নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন পুঠিয়া -দুর্গাপুরের প্রিয়মানুষ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ দারা
সেসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ শরিফুজ্জামান শরিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকুতি প্রামানিক, দুর্গাপুর উপজেলা অাওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জনাব মোঃ অাব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক জনাব মোঃ মোজাম্মেল হক, দুর্গাপুর পৌরসভার মেয়র সাজেদুর রহমান মিঠু, দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল ইসলাম, পৌরসভার সভাপতি মোঃ আজাহার আলী, প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি /সাধারণ সম্পাদক বৃন্দ এবং সুবিধাভোগী ব্যক্তিবর্গ।