ঢাকাFriday , 12 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • মানিকগঞ্জে জলাতঙ্ক রোগের র‍্যাবিস ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে

    admin
    July 12, 2024 8:40 am
    Link Copied!

    মুরাদ খান মানিকগঞ্জ থেকে

    মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে জলাতঙ্ক রোগের র‍্যাবিস ভ্যাকসিনের সঙ্কট দেখা গেছে। ফলে বাইরে থেকে নিজেদের টাকায় ভ্যাকসিন কিনে আনতে হচ্ছে রোগীদের। এতে চরম ভোগান্তিতে পড়েছে কুকুর বিড়াল কামড়ানোর রোগীরা

    আজ দুপুর ১২টার সময় সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, কুকুর ও বিড়ালে কামড় বা আঁচড় দেয়া রোগীরা ভ্যাকসিন নেয়ার জন্য ভিড় করে আছেন। ভ্যাকসিন সেবা প্রদানকারী রুমের দরজায় জলাতঙ্ক রোগীর ভ্যাকসিন সরবরাহ বন্ধ আছে জানিয়ে একটি নোটিশ ঝুলিয়ে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    সিংগাইর উপজেলার সিয়াম নামের এক রোগীর বাবা কুরবান আলী বলেন, ছেলেকে কয়েকদিন আগে কুকুরে আঁচড় দিয়েছে। সদর হাসপাতাল থেকে প্রথম ডোজ ভ্যাকসিন বিনামূল্যে দিলেও আজ দ্বিতীয় ডোজ বাইরে থেকে কিনে আনতে হয়েছে। পরে চারজনে মিলে ৫২০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনে এনেছি।

    তরা থেকে আসা রজ্জব আলী বলেন, আমর নাতনী সাবিহাকে (৩) গতকাল একটি বিড়ালে আচড় দিয়েছে। সদর হাসপাতালে বিনামূল্যে ভ্যাকসিন দেয় শুনে এখানে এসেছি। কিন্ত এসে দেখি ভ্যাকসিন নাই। পরে বাইরে থেকে কিনে আনতে হয়েছে।

    মানিকগঞ্জ সদর হাসপাতালের ত্বাবধায়ক ডা: মো: বাহাউদ্দিন বলেন, আমাদের সবসময় ভ্যাকসিন সরবরাহ থাকে। কিন্ত গত কয়েকদিনে হঠাৎ কুকুর ও বিড়ালে কামড়ানো রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এক দিনের জন্য এ সঙ্কট পড়েছে। আমরা ইতোমধ্যে চাহিদাপত্র ডিজি অফিসে পাঠিয়েছি। রবিবার ভ্যাকসিন সরবরাহ পাওয়ার পর থেকে আবারো বিনামূল্যে হাসপাতালের ভ্যাকসিন দেয়া যাবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST