করিম আতিক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ধান মাড়ানো মেশিন সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইয়াকুব আলী (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের গন্ধশাইল গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। ইয়াকুব আলী গন্ধশাইল গ্রামের সাইফুদ্দিনের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ধান মাড়ানো কাজ শেষ হওয়ায় শ্যালো ইঞ্জিনযুক্ত মেশিনটি অন্য জায়গায় স্থানান্তরের জন্য সেখানে যান ইয়াকুব। মেশিন রাখার স্থানের ওপর দিয়ে বৈদ্যুতিক সংযোগের তার বিচ্ছিন্ন হয়ে মেশিনের ওপর পড়ে ছিল। বিষয়টি খেয়াল না করে ধান মাড়ানো মেশিনে হাত দেওয়ায় বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় ইয়াকুবের।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কওছার রহমান বলেন, পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com