বিশেষ প্রতিনিধি /রুহুল আমিন শেখ
নওগা নিয়ামতপুরে রাতের অন্ধকারে গোয়াল ঘরের শীদ কেটে এক অসহায় বৃদ্ধা নারীর প্রায় ৭০,০০০/- হাজার টাকা মূল্যের একটি গর্ভবতী গাভী চুরির ঘটনা ঘটেছে। এ সময় ওই অসহায় নারী মালতি হেমরম (৩৫) আমার দেশ প্রতিদিনকে বলেন আমর
গাভীটি ৭ মাসের গর্ভবতী,
আমি প্রতিদিনের ন্যায় আমি গত ২২ তারিখ দিবাগত রাতে আমার গর্ভবতী গাভীটির মাটির গোয়াল ঘরে রেখে আসি এবং রাতে খাওয়া শেষে রাত অনুমান ১০টায় আমি ঘুমিয়ে পড়ি ২৩ জুন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে আমি গাভীটি বের করার উদ্দেশ্যে গোয়াল ঘরে প্রবেশ করলে গোয়াল ঘরে দেখি আমার গাভীটি আর নেই। গোয়াল ঘরের জানালার নিচে মাটির দেয়ালে সিদ কাটা রয়েছে। এ সময় আমি চিল্লাচিল্লি করিলে আমার বাড়ির লোকসহ প্রতিবেশীরা আগে আসিলে আমি তাদেরকে সিদ কাটা দেখাই এবং আমার গরু চুরির বিষয়ে তাদেরকে বলি। গ্রামবাসী সহ আমার আত্মীয়-স্বজন সবাই মিলে আমার গর্ভবতী গরুটি এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চেষ্টা করি। কিন্তু কোন সন্ধান পাই নাই। তিনি আরো বলেন অজ্ঞাত নামাকে বা কাহারা আমার এই মাটির দেয়ালে সিদ কেটে নিম্ন বর্ণনার একটি গরু চুরি করে নিয়ে যায়। আমি জানিনা তবে আমি প্রশাসনের কাছে আমার অনুরোধ আমি একজন অসহায় দুস্থ নারী কে বা কারা শত্রুতা করে আমার এই গর্ভবতী গাভিটি চুরি করে নিয়েছে প্রশাসনের মাধ্যমে আমি তার বিচার চাই এবং দ্রুত আমার এই গর্ভবতী গাভীটি যেন উদ্ধার করে দেন নেয়ামতপুর থানার ওসি স্যারকে আমি অনুরোধ করছি।
এ সময় নিয়ামতপুর থানার অফিসার্স ইনচার্জ মাইদুল ইসলাম বলেন আমরা অভিযোগ পেয়েছি আমরাও খোঁজাখুঁজির চেষ্টা করছি আমরা গাভীটি খুঁজে পেলে অবশ্যই উক্ত এই অসহায় নারীকে পৌঁছে দেয়া হবে।