হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ঘোষিত জুন মাস কে সাংগঠনিক মাস হিসাবে পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ জুন রোববার দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমান সরকার।
জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার সাজাদুর রহমান সাজুর পরিচালনায় এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস সরকার কৃষি কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ ছকি, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধ আবদুল হান্নান আকন্দ, ডেইলি সান পত্রিকার জেলা প্রতিনিধি হেদায়েতউল্লাহ সৌখিন, দৈনিক দাবানল পত্রিকার প্রতিনিধি ও দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ও প্রচার সম্পাদক শামসুজ্জামান সামছুল,, দৈনিক নাগরিক ভাবনার প্রতিনিধি জাফর ইকবাল রানা, সদস্য ও দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার শহিদুল ইসলাম দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার প্রতিনিধি আবু তারেক, সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার প্রতিনিধি বিপুল কুমার গোপাল, দৈনিক প্রভাতের আলো পত্রিকার প্রতিনিধি নাদিরা সরকার, এটিএম শফিকুল ইসলাম রিপন, জাকির হোসেন সহ নেতৃবৃন্দ।।
এ সময় নতুন সদস্য দের মাঝে সদস্য ফরম বিতরন করা হয়।
সভায় সংগঠন কে গতিশীল করতে ও প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।।