মানিকগঞ্জ প্রতিনিধ
মানিকগঞ্জ সিংগাইর উপজেল চান্দহর ইউনিয়নের অনধিকার জমি দখলের চেষ্টা। জমির মালিক শাহজাহান বাধাঁ দিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন একই গ্রামের মনিরুজ্জানমান গং।
গত ২৮ এপ্রিল সকাল ১০টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের রিফাতপুর মৌজার চালিতাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শাহজাহানের স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে ৫জনকে আসমী করে থানায় লিখিত অভিযোগ করেন।
এ ঘটনায় শুক্রবার (১৭ মে) মনিরুজ্জামান (৬০) মাহবুব ইসলাম (৪০)-কে গ্রেফতার করেছেন সিংগাইর থানা পুলিশ।
এজহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সকাল ১০টার সময় শাহজাহানের পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে অনধিকার প্রবেশ করে মনিরুজ্জামান গং হাল-চাষ করছে। আসামীদের হালচাষে নিষেধ করলে দুইপক্ষে বাগবিতণ্ডা শুরু হয়। এতে মনিরুজ্জামান ও তাঁর দলবল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহজাহানের উপর হামলা চালান। হামলায় শাহজাহান ও তার বোন ফিরুজা গুরুতর আহত হোন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। সংঘর্ষের সময় শাহজাহানে নিকট থাকা ১লক্ষ টাকা ও ফিরুজার একটি স্বর্নের চেইন লুট করে নিয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) শেখ কামরুল ইসলাম বলেন, তারা নিয়মিত মামলার আসমী তাদের গ্রেফতার করা হয়েছে।