নিজস্ব প্রতিবেদক/ আমার দেশ প্রতিদিন
সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে ৪৩১১ ভোটের ব্যবধানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। উপজেলার সর্বমোট ৭২টি কেন্দ্রে তার প্রাপ্ত ভোট ৬২ হাজার ৭৫২। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন আনারস মার্কা প্রতিক নিয়ে পেয়েছেন ৫৮ হাজার ৪৪১ ভোট। এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে ৬৩ হাজার ২৮৫ ভোট পেয়ে জুয়েল রানা বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা আহমেদ পেয়েছেন তালা প্রতিক নিয়ে ৩৯ হাজার ২৫৫ ভোট। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কা প্রতীক নিয়ে শারমিন আক্তার শিপরা ৬৪ হাজার ৮৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন কলস প্রতিক নিয়ে
নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৬৪৭ ভোট। বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করেন, সুজানগর উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার রুহুল আমিন।