শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নাটোর
নাটোর সদরে রোজ মঙ্গলবার ২৩/৪/২০২৪ইং তারিখ সকাল ছয়টা৫০ মিনিটে দত্তপাড়া ব্রিজের সামনে তিনটি গাড়ির সংঘর্ষে নিহত হয় একজন এবং আরো ৪জন আহত হয়ে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ঝলমলিয়া পুলিশ ফাঁড়ির এএসআই অনিক জানান ঢাকা মুখি পাথরের ট্রাকের ড্রাইভার ঘটনা স্থলে মারা যায়। নিহত ব্যক্তি যশোর জেলার কোতয়ালি উপজেলার মো: দীপু মন্ডল যার বয়স( ২০) ,পিতার নাম হায়দার আলী মন্ডল ,গ্রাম : সাতমাইল । ঢাকা হতে নাটোরগামী গমের লোড করা একটি ট্রাকের ড্রাইভার নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। অপরদিকে একটি নাটোরগামী অটো গাড়ির একই ইউনিয়ন ৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া গ্রামের হয়বতপুর দিয়ারসাতুরিয়া গ্রামের ৩জন আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি আছে।
নাটোর ঝলমলিয়া পুলিশ ফাঁড়ির ওসি সাজেদুর রহমান তিনি বলেন, নাটোর সদরের দত্তপাড়া ব্রিজের সামনে দুইটি টাক ও একটি অটো গাড়ির ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।