ঢাকাWednesday , 17 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাটোরের বড়াইগ্রামে ভোক্তা অধিকার দপ্তরের অভিযানে জরিমানা

    admin
    April 17, 2024 1:49 pm
    Link Copied!

    শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নাটোর
    বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক মহোদয়ের অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক, নাটোর মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, বড়াইগ্রাম মহোদয়ের সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক আজ ১৬ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখে ‌নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় একটি অ‌ভিযান প‌রিচালনা করা হয়। সকাল ১১:৩০ টা হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল বাজার এলাকায় অবস্থিত আলম এন্ড মামুন স্টোরকে (স্বত্বাধিকারীঃ মাসুম পারভেজ) ৩৭ ধারায় আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি কসমেটিক্স সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে (পাঁচ হাজার টাকা), একই বাজার এলাকায় অবস্থিত সাইফুল কসমেটিক্সকে (স্বত্বাধিকারী: সাইফুল) ৩৭ ধারায় আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি কসমেটিক্স সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে (তিন হাজার) এবং একই বাজার এলাকায় অবস্থিত রিতু কসমেটিক্সকে (স্বত্বাধিকারী: ইয়াকুব) আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি কসমেটিক্স সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ধারায় (পাঁচ হাজার), একই বাজার এলাকায় অবস্থিত তাজিম কসমেটিক্সকে (স্বত্বাধিকারী: সান্ত) আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি কসমেটিক্স সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে (তিন হাজার) টাকাসহ সর্বমোট (ষোল হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর বলেন নাটোর জেলার বড়াইগ্রাম থানার একটি চৌকশ পুলিশ টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com