কবিতা ৯
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা ,
আমি তোমায় ভালোবাসি।
মনে প্রাণে আমি ,
এঁকে যাই তোমার ছবি।
তোমায় নিয়ে লিখে লিখে,
হয়ে যাব আমি কবি ।
সবুজ শ্যামল ছায়া ঘেরা,
আমার সোনার বাংলাদেশ।
ফুলে ফুলে মাছে ভরা ,
আমার প্রানের দেশ।
পাখিদের কলতানে ,
আমার মন প্রাণ টানে,
আমার প্রাণের বাংলা ,
আমি তোমায় ভালোবাসি।
আমার প্রাণে তাইতো,
তুমি বাজাও বাঁশি ।
শত শহীদের রক্তে কেনা ,
আমরা পেলাম বাংলা ভাষা।
সেই ভাষার রাখবো মান,
এটাই আমাদের আশা।
আমার প্রাণের বাংলা,
আমি তোমায় ভালোবাসি।
তাই তো আমি বারে বারে,
আমার বাংলাতেই ফিরে আসি।
ধানের দেশ গানের দেশ,
রূপের নাইরে শেষ।
অপরূপ এই রূপের দেশ ,
আমার বাংলাদেশ ।
আমার সোনার বাংলা ,
আমি তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা ,
আমি তোমায় ভালোবাসি।
আর্ট কল্পনা