ঢাকাThursday , 21 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ধুনটে এক্সীভেটর মেশিন পোড়ানো মামলার আসামী জামিনে মুক্তি জনমনে ক্ষোভ

    admin
    March 21, 2024 7:22 pm
    Link Copied!

    বিশেষ প্রতিনিধি বগুড়া

    বগুড়া জেলা ধুনট উপজেলা চিকাশী ইউনিয়নের গজারিয়া গ্রামে মাটি খনন যন্ত্র এক্সীভেটর মেশিনে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া মামলার আসামীরা দ্রুত খুব সহজেই কোর্ট হাজত হতে জামিনে মুক্তি পাওয়ায় এলাকার জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে সেই সাথে গণ মানুষের মাঝে নানা ধরনের গুঞ্জন উঠেছে।

    প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের এক্সিভেটর মেশিন পেট্রল ঢেলে দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার পরও খুব দাপটের সহিত এলাকায় নির্বিঘ্নে ঘুড়ে বেড়াচ্ছে মামলার আসামীরা। এতে হতাশায় ভূগছে মামলার বাদী মোঃসুলতান মাহমুদ সহ অত্র এলাকার সাধারণ জনগণ।

    বাদী উল্লেখ করে বলেন, আমার সংসারের একমাত্র উপার্জন ও আয়ের উৎস ছিলো এক্সিভেটর মেশিন বা মাটি খনন যন্ত্রটি। আমি অনেক কষ্ট করে বিভিন্ন এনজিও থেকে প্রায় অর্ধ কোটি টাকা লোন উওোলন করে গত তিনমাস পূর্বে এই খনন যন্ত্র ভেকু মেশিনটি ক্রয় করি,এত টাকা মূল্যের ভেকু মেশিনটি আগুনে পুড়িয়ে দেওয়ার পর কি করে আসামীরা জামিনে মুক্তি পায় এর চেয়ে দুঃখজনক বিষয় আর কি হতে পারে।
    তিনি আরো বলেন থানায় যে মামলা দায়ের করা হয়েছে অপরাধের তুলনায় মামলার ধারা ঠিকমত দেওয়া হয়নি।মামলাটি কঠিন ধারায় গ্রহন না করে একে বারে তুচ্ছতাচ্ছিল্যতার সহিত গ্রহন করা হয়েছে বলে বাদি অভিযেগ, করে বলেন মামলার ধারা সহজ করে দেওয়া হয়েছে যার কারণে আদালত থেকে আসামীরা সহজেই জামিনে মুক্তি পেয়েছে।ঠিক কি কারনে এত বড় ঘটনার মামলায় এত সহজ ধারা ও জামিন যোগ্য ধারা দেওয়া হয়েছে এর রহস্য এখনো বাদি ও অত্র এলাকার সাধারণ জনগনের অজানা রয়েছে বলে মনে করেন ভুক্তভোগী বাদি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST